প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের দাবি ডেমোক্র্যাটদের

ইরানে হামলায় মার্কিন রাজনীতিতে বিভাজন

fec-image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে কেউ কেউ সমর্থন করলেও, ডেমোক্র্যাটদের একাংশ একে ‘অবৈধ’, ‘বেপরোয়া’ ও ‘ইমপিচমেন্টের উপযুক্ত কারণ’ বলে আখ্যা দিয়েছেন।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে কেউ কেউ সমর্থন করলেও, ডেমোক্র্যাটদের একাংশ একে ‘অবৈধ’, ‘বেপরোয়া’ ও ‘অভিশংসনের উপযুক্ত কারণ’ বলে আখ্যা দিয়েছেন।

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না ও রিপাবলিকান নেতা থমাস ম্যাসি যৌথভাবে একটি ওয়ার পাওয়ার রেজুলেশন উত্থাপনের ঘোষণা দিয়েছেন। যার মাধ্যমে কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবে না।

রো খান্না বলেন, ‘ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। কংগ্রেসকে অবিলম্বে অধিবেশনে ফিরে এসে যুদ্ধবিরোধী প্রস্তাবের ওপর ভোট দিতে হবে।’

কট্টর ট্রাম্প-সমর্থক কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিনও এ হামলার বিরোধিতা করছেন। তিনি বলেন, ‘আমরা সবাই একসাথে শান্তির জন্য প্রার্থনা করি।’

এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ‘কোনো প্রেসিডেন্টেরই একক সিদ্ধান্তে জাতিকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই। আমরা অবিলম্বে ওয়ার পাওয়ার অ্যাক্ট কার্যকর চাই।’

হাউসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ বলেন, ‘ট্রাম্প জনগণকে বিভ্রান্ত করেছেন। তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই হামলা চালিয়ে আমাদের একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের পথে ঠেলে দিচ্ছেন।’

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি বলেন, ‘ইরান যদি এর আগে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত না নিয়ে থাকে, তবে এবার নেবে। এই হামলা পরিস্থিতি আরো খারাপ করে তুলতে পারে।’

কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ট্রাম্পের এই পদক্ষেপকে ‘একটি ভয়াবহ ও সাংবিধানিক লঙ্ঘন’ বলে উল্লেখ করে বলেন, ‘এটি স্পষ্টভাবে অভিশংসনের যোগ্য অপরাধ।’

কংগ্রেসওম্যান ইলহান ওমর বলেন, ‘এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে আরো বিপজ্জনক করে তূলেছে। এই উন্মত্ততা বন্ধ না হলে আরো প্রাণহানি ঘটবে।’ ট্রাম্পের পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে জরুরি অধিবেশন ডেকে ভোটের দাবি জানিয়েছেন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি।

তবে ট্রাম্পের এই পদক্ষেপ কিছু ডেমোক্র্যাট ও রিপাবলিকানের সমর্থনও পেয়েছে। পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বলেন, ‘ইরান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস পৃষ্ঠপোষক রাষ্ট্র—তাদের পারমাণবিক অস্ত্র থাকা চলবে না। প্রেসিডেন্ট সঠিক কাজটাই করেছেন।’

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘এই সিদ্ধান্ত সঠিক ছিল। ইরানের শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে আমেরিকার মৃত্যু ও ইসরায়েলকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে আসছে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিশংসনের দাবি, ডেমোক্র্যাটদের, প্রেসিডেন্টের বিরুদ্ধে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন