পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন
ঈদগাঁও উপজেলায় ২৮ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা


আগামী রবিবার (২৮ এপ্রিল) ঈদগাঁও উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন ঈদগাঁও উপজেলার ৫ টি ইউনিয়ন যথাক্রমে ইসলামাবাদ, ইসলামপুর, ঈদগাঁও সদর, জালালাবাদ এবং পোকখালী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের পূর্ব নির্ধারিত দিন। তাই বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একই দিন অনুষ্ঠাতব্য কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নসহ দেশের ২৫টি ইউনিয়নে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment