ঈদগাঁহতে গরু রক্ষার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল পশু খামার কর্মচারীর
খামারের গরু চোরের হাত থেকে রক্ষা করতে তৈরি করা ফাঁদে অকালে প্রাণ গেল হতভাগা খামার কর্মচারীর। নিহত কর্মচারীর নাম আজিজুর রহমান।
রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, এলাকার খামারের মালিকের নির্দেশে অব্যাহত চুরির হাত থেকে খামারের পশু রক্ষা করতে মালিকের নির্দেশে কর্মচারীরা খামারের চারিদিকে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। প্রতিদিনের মত ঘটনার দিনও খামার কর্মচারী আজিজুর রহমান বৈদ্যুতিক ফাঁদ চারপাশে ছড়িয়ে দেয়ার সময় অসতর্কতা বশত উক্ত ফাঁদের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান খামারের অপর কর্মচারীরা। স্থানীয় মেম্বার করিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ পেয়ে ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামীম সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরে প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ দাফন করেছে নিহতের পরিবার।