‘কক্সবাজারে ঈদগাঁহ থানার পুর্ণাঙ্গ কার্যক্রম শীঘ্রই শুরু হবে’

fec-image

অপরাধীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা জনগণের দায়িত্ব। তবে পুলিশ সুপার সার্বক্ষণিক পুলিশ জনগণের সেবায় নিয়োজিত থাকবে। সরকার কর্তৃক নবগঠিত ঈদগাঁহ থানার আওতাভুক্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় সভার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে ঈদগাঁহ সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, পুলিশ যে জনগণের সেবক – এটি কাজের মাধ্যমে প্রমাণ করতে চায় কক্সবাজার জেলা পুলিশ প্রশাসণ। সব ধরণের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানান। প্রাপ্ত তথ্য পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করবেন প্রয়োজনে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে৷ অহেতুক নিরীহ কাউকে হয়রানি করা পুলিশের নীতি-নৈতিকতার মধ্যে পড়েনা।

তিনি বলেন, কক্সবাজারে নবগঠিত ঈদগাঁহ থানার যাবতীয় কার্যক্রম প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। যেহেতু নতুন থানা, সেহেতু এ থানার ভাল মন্দ ফলপ্রসূভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা অতি জরুরি। উক্ত থানার আওতাভুক্ত এলাকাকে অপরাধমুক্ত করতে নতুন থানা প্রশাসন সব রকম পদক্ষেপ গ্রহণ করবে।

এছাড়া আগামী দুই মাসের মধ্যে নতুন ঈদগাঁহ থানার পুর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। অতি প্রয়োজনে বর্তমান তদন্ত কেন্দ্রের থানার কার্যক্রম শুরু করা হতে পারে এবং স্থায়ী থানার অবকাঠামো নির্মাণে নতুন জায়গা অধিগ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান।

এতে উপস্থিত ছিলেন,এএসপি (সার্কেল) মামুনুল ইসলাম, ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের আইসি, পরিদর্শক মোঃ আব্দুল হালিম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ শামশুল হুদা, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁহ চেয়ারম্যন ছৈয়দ আলম, ইসলামাবাদ চেয়ারম্যন নুর ছিদ্দিক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও ঈদগাঁওয়ের সচেতন জনসাধারণ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাহ, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন