ঈদগাঁহতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
কক্সবাজারের ঈদগাঁহতে হাতির আক্রমণে নুরুল আলম (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) সকাল ৭ টার দিকে ঈদগাঁহস্থ ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া সংলগ্ন বন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক উক্ত এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
পুলিশ সংবাদ পেয়ে বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক নুরুল আলম প্রতিদিনের মত বাড়ির পার্শ্ববর্তী বন সংলগ্ন অনাবাদী পাহাড়ি বন জমিতে গরু চারণে যায়। এ সময় আকস্মিকভাবে বন্য হাতির পালের আক্রমণের শিকার হয় নুরুল আলম। স্বজনরা সংবাদ পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পুর্বক্ষণেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ইউনিয়ন চেয়ারম্যান নুর ছিদ্দিক। চেয়ারম্যান বিষয়টি ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানকে জানালে, তিনি এসআই মোহাম্মদ ফরিদকে ঘটনাস্থলে পাঠান এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে দাফনের জন্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে নিহতের পরিবারকে পরামর্শ দেন।
তদন্ত কেন্দ্র ইনচার্জ পরিদর্শক মোঃআছাদুজ্জমান হাতির আক্রমণে কৃষক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।