ঈদগাঁহ মাছ বাজারের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণে অবশেষে নিষেধাজ্ঞা আসছে!
ঈদগাঁহ মাছ বাজারের রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণে অবশেষে নিষেধাজ্ঞা আসছে! দেরিতে হলেও এ আইনি সিদ্ধান্তে সর্বসাধারণকে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তবে সাধারণ জনগণ শুধু নিষেধাজ্ঞা বাস্তবায়ন নয়, বন্ধ করে দেয়া মাছ বাজারের প্রধান রাস্তাটি খুলে দিতে জোর দাবি জানিয়েছে।
ইতোমধ্যে আদালত সংশ্লিষ্ট বিভাগকে উক্ত আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করছে।
উল্লেখ্য, বিগত এক মাস পূর্ব থেকে রাতের আঁধারে প্রবাসী নুরুল আলম নামের একটি পক্ষ তাদের ক্রয়কৃত জায়গা দাবি করে মাছ বাজারের রাস্তাসহ কয়েক দফা দখলের চেষ্টা চালায়। সর্বশেষ বিগত এক সপ্তাহ পূর্বে বিভিন্ন মহলকে নানা কায়দায় বশে এনে রাতারাতি রাস্তাসহ পুরো জায়গা টিনের ঘেরা দিয়ে দখলে নেয়।এতে মাছ বাজারের প্রধান রাস্তা বন্ধ করার ঘটনায় সর্বমহলে সমালোচনার ঝড় বইলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে রহস্যময় কারণে রাস্তাটি খুলে দিতে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।