উখিয়ায় এনএসআই-পুলিশের যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার
কক্সবাজারের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ৷
মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং উখিয়া থানা পুলিশের একটি টিম দুই ঘন্টাব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে টিভি টাওয়ার সংলগ্ন রাস্তার পাশ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন (এনএসআই) উপ-পরিচালক উখিয়া কক্সবাজার।
উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন প্রধান সড়কের পাশে অস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়৷ পরবর্তীতে ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়৷
উদ্ধার করা অস্ত্র উখিয়া থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান ওসি আহম্মদ সনজুর মোরশেদ।