উখিয়ায় ১৪ এপিবিএনের সদর দপ্তর উদ্বোধনে অতিরিক্ত আইজিপি
পুলিশের অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন বলেছেন, ১৪ এপিবিএন এর সদর দপ্তর রোহিঙ্গা ক্যাম্প এর কাছাকাছি হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সহজ হবে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ান ১৪ এপিবিএন এর সদর দপ্তর উদ্বোধনকালে একথা বলেন তিনি। পরে উখিয়ার হিজলিয়াতে ১৪ এপিবিএন অধিনায়কের কার্যালয় উদ্বোধন ও পুলিশ লাইন্স পরিদর্শন করেন তিনি।
এসময় পরিদর্শন প্যারেড গ্রহণ করার পর তিনি ভাড়া করা ভবনে তৈরি বিভিন্ন অফিস ও ব্যারাক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
তিনি উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। পরে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পরিদর্শন করেন।
উল্লেখ্য কক্সবাজার শহরে থাকা ১৪ এপিবিএন সদর দপ্তর ও পুলিশ লাইন্স এ মাসের শুরুর দিকে উখিয়া’র হিজলিয়াতে স্থানান্তর হয়েছে।