উত্তর আরাকানে আউটপোস্টে আরাকান আর্মির হামলায় চার পুলিশ সদস্য আহত


উত্তর আরাকান রাজ্যের উত্তরাঞ্চলে বুথিডং টাউনশিপে পুলিশের আউটপোস্টে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহত করেছে আরাকান আর্মি (এএ)।
মিয়ানমার সেনাবাহিনী জানায়, শুক্রবার বিকেলে বুথিডং ও মংডুর মাঝামাঝি অবস্থিত নিয়াউং চাং গ্রামে পুলিশ আউটপোস্টে প্রায় ৭০ এএ সদস্য হামলা চালায়।
এতে চার পুলিশ সদস্য আহত ও এক এএ সদস্য নিহত হয় বলে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন জানিয়েছেন।
তিনি দাবি করেন যে পুলিশ পোস্ট রক্ষায় নিরাপত্তা সদস্যরা এগিয়ে এলে এএ সদস্যরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে।
মুখপাত্র বলেন, পুলিশ পোস্টে হামলা চালিয়ে এএ অব্যাহতভাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলাকে বাধাগ্রস্ত করছে।
আহত রোহিঙ্গা গ্রামবাসীদের হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় গ্রামবাসীরা গুলির শব্দ শুনেছেন বলে জানালেও পুলিশ পোস্টে হামলার বিষয়ে বলতে পারেননি। কারণ ঘরের বাইরে যাওয়ার সাহস কারো নেই বলে তারা উল্লেখ করেন।
হামলার ব্যাপারে জানতে এএ’র তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।সূত্র: সাউথ এশিয়ান মনিটর