উন্নত খাবারের আশায় রোহিঙ্গারা ভারত থেকে বাংলাদেশে আসছে: পররাষ্ট্রমন্ত্রী

fec-image

ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঘটনা ঢাকাকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের সঙ্গে আলোচনা করবেন। মঙ্গলবার (১৭মে) বিকেলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মোমেন বলেন, ‘দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। ওই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে গিয়েছিল এবং সে দেশের বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে যে বাংলাদেশে এলে তারা খুব ভালো খাওয়া-দাওয়া পাবে। আমরা ভারতকে বলব যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

এ পর্যন্ত কতজন রোহিঙ্গা ভারত থেকে বাংলাদেশে এসেছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু এসেছে। এ পর্যন্ত আমরা ১৮ জনকে ধরেছি। রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে, যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে।’

বাংলাদেশে রোহিঙ্গারা আসছে কেন, জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘তারা বলে যে বাংলাদেশ অনেক ভালো খাওয়া-দাওয়া দিচ্ছে। তারা ভারতে অনেক কষ্টে আছে। বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা তাদের খবর দিয়েছে যে এখানে জাতিসংঘ তাদের ভালো ভালো খাবার দেয়।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন