এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে ‘মানবিক করিডোর’


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে ‘মানবিক করিডোর’। তিনি বলেন, আমরা কি জনগনের সম্মতি ব্যাতিরেকে যুদ্ধে জড়িয়ে পড়ছি।
মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি এমন শঙ্কার কথা জানান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোন আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই।
সেইসাথে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনাপ্রবাহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মেজর হাফিজ
Facebook Comment