এবার কানাডায়ও নিষিদ্ধ হলো এসএনসি লাভালিন
ইন্টারন্যাশনাল ডেক্স
বিশ্বব্যাংকের পর এবার কানাডায়ও নিষিদ্ধ হলো আন্তর্জাতিক প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি লাভালিন। এখন থেকে তাদের সব ধরনের নিলাম ও দরপত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা সরকার। রোববার কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা(সিডা) এই ঘোষণা দেন।
এর আগে বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ঘটনায় বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটিকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সিডা। কানাডিয়ান সরকারের সহযোগী হিসেবে কাজ করে থাকে সিডা।
এক বিবৃতিতে সিডার পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাংকে নিষিদ্ধ হওয়ায় এসএনসি লাভালিনের কোনো প্রকারের অঙ্গসংগঠন এবং ব্যক্তি সিডা পরিচালিত কোনো ধরনের প্রকল্পে নিলাম অথবা দরপত্র আহ্বান করতে পারবে না।
এর আগে সিডার বেশকিছু প্রকল্পে অর্থায়ন করে এসএনসি লাভালিন।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল।