এমন আত্মত্যাগ বিশ্ব স্কাউট ইতিহাসেও বিরল : প্রধান উপদেষ্টা

fec-image

বাংলাদেশের স্কাউটরা শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক স্কাউটিং ইতিহাসেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, দেশের জন্য, মানুষের জন্য এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আত্মোৎসর্গকারী চার স্কাউটের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। এমন আত্মত্যাগ বিশ্ব স্কাউট ইতিহাসেও বিরল।

সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘কাব কার্নিভাল’ ও ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস দেশের স্কাউটদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগকে ‘ইতিহাস সৃষ্টি’ বলে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য চারজন স্কাউট জীবন দিয়েছেন— স্কাউটিং ইতিহাসে এমন নজির আর কোথাও নেই। এটি আমাদের গর্বিত করে।”

তিনি আরও বলেন, “স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, বরং এটি একজন মানুষকে নিজের ভেতরকার শক্তি, সম্ভাবনা ও মূল্যবোধ চিনতে শেখায়। ছাত্রজীবন সাধারণত পড়ালেখা আর পরীক্ষার গণ্ডিতেই আবদ্ধ থাকে। কিন্তু স্কাউটিং সেই বাঁধ ভেঙে নিজের সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে দেয়।”

ড. ইউনূস আরও বলেন, “তোমার মধ্যে যে অজানা ‘তুমি’ লুকিয়ে আছে, স্কাউটিং সেই দরজা খুলে দেয়। এই চর্চা শুধু নিজের বিকাশে নয়, অন্যদের জীবনেও প্রভাব ফেলতে পারে। এটা একজন নাগরিকের দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও সহানুভূতির চর্চার ক্ষেত্র তৈরি করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন জেলার স্কাউট প্রতিনিধিরা এবং শতাধিক কাব স্কাউট সদস্য। আয়োজনে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রধান উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন