এমবাপের গোলে কোনোমতে জয় পেলো রিয়াল

fec-image

ঘরের মাঠে লেগানেসের মত পুঁচকে একটি দলের কাছে পয়েন্ট হারাতে বসেছিলো রিয়াল মাদ্রিদ। ৭৬ মিনিট পর্যন্ত ২-২ গোলে ড্র ছিল রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচ। অবশেষে ৭৬তম মিনিটে নিজের জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তার জয়সূচক গোল ধরেই লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সে সঙ্গে শিরোপার সম্ভাবনাও ধরে রেখেছে তারা।

লেগানেসকে পুঁচকে বলার কারণ হলো, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান। ২০ দলের মধ্যে রয়েছে ১৭ নম্বরে। রেলিগেশনের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ২৯ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচেই হেরেছে দলটি। জয় পেয়েছে মাত্র ৬টিতে। এমন একটি দলই কি না রিয়ালের কাছ থেকে ২টি পয়েন্ট কেড়ে নিতে চেয়েছিলো। শেষ পর্যন্ত পারেনি কিলিয়ান এমবাপের নৈপুণ্যের কাছে।

লেগানেসকে হারিয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সমতায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৩। যদিও গোল ব্যবধানে বার্সাই শীর্ষে। আবারা তারা ম্যাচও খেলেছে একটি কম (২৮টি)। আজই জিরোনার সঙ্গে ম্যাচ রয়েছে তাদের। ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

শ্বাসরুদ্ধকর এই জয়ের পর কিলিয়ান এমবাপে ম্যাচটিকে কঠিন হিসেবেই মন্তব্য করেন। কেন কঠিন হয় সে কারণ জানিয়ে তিনি বলেন, ‘এটা ছিল কঠিন একটি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচের বিরতির পরের ম্যাচটি সব সময় কঠিনই হয়।’

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। যার ফলশ্রুতিতে ৩২তম মিনিটে প্রথম গোল আদায় করে নেয় তারা। পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমবাপে। স্পট কিক নিতে গিয়েও দারুণ একটি শট নিয়েছিলেন তিনি। রিয়াল ফুটবলার আরদা গুলেরকে বক্সের মধ্যে ফাউল করেন লেগানেসের অস্কার রদ্রিগেজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

কিন্তু গোল করেও সেটা ধরে রাখতে পারলো না রিয়াল। এক মিনিট পরই সমতায় ফেরে লেগানেস। দিয়েগো গার্সিয়া একটি লুজ বল পেয়েই রিয়ালর জালে জড়িয়ে দেন।

৪১তম মিনিটি লেগানেসকে লিড এনে দেন দানি রাবা। অস্কার রদ্রিগেজই গোলের সেটআপ করে দেন। দুর্দান্ত এক শটে রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনকে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার খানিক পরই রিয়ালকে সমতায় ফেরান মিডফিল্ডার জুদ বেলিংহ্যাম। ৪৭তম মিনিটে গোলটি করেন তিনি। এরপর ৭৬তম মিনিটে দারুণ এক শটে লেগানেসের জাল কাঁপিয়ে দেন কিলিয়ান এমবাপে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমবাপে, রিয়াল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন