ওয়ানডেতে ‘ডাক’ মারার রেকর্ড বিরাট কোহলির


অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি। ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম টানা দুই ম্যাচে ‘ডাক’ মারলেন ভারতীয় এই তারকা ব্যাটার।
২০২১ সালে আহমেদাবাদে একবার টেস্ট ও টি-টোয়েন্টিতে টানা শূন্য করেছিলেন কোহলি, তবে ওয়ানডেতে এমন নজির এবারই প্রথম।
বৃহস্পতিবার অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের শুরুতেই ১৭ রানে দুই উইকেট হারায় শুভমান গিলের দল। ওপেনার ও অধিনায়ক শুভমান গিল ৯ রান করে বার্টলেটের বলে আউট হন। একই ওভারের পঞ্চম বলেই শূন্য রানে ফেরেন কোহলি। চার বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি ৩৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
অজিদের এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার আউট ঘোষণার পর রিভিউ নেননি কোহলি। প্রিয় বিদেশি ভেন্যু অ্যাডিলেডে এটি তার প্রথম শূন্য রানের ইনিংস।
অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে এটি কোহলির দ্বিতীয় শূন্য, আর অজিদের বিপক্ষে চতুর্থ ডাক। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৪০তম শূন্য রানে আউট হওয়ার ঘটনা। ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তার চেয়ে বেশি ডাক (৪৩) রয়েছে কেবল জহির খানের।

















