কক্সবাজারের ৩ কারবারি ইয়াবাসহ ধরা পড়লো লোহাগাড়ায়
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ ৩ কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার রুমালিয়ার ছড়া এলাকার নুরুল কবিরের ছেলে ছৈয়দুুল করিম (৩৫), বিডিআর ক্যাম্প বনরুপা পাড়ার নুর উদ্দিনের ছেলে মো. আবু তাহের প্রকাশ রানা (৩৭) ও ঝিলংজা দক্ষিণ হাজিপাড়া পাওয়ার হাউজ এলাকার মো. লোকমান হাকিমের ছেলে মো. শাহ আলম (৩৪)।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. জাকির হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওসি মো. জাকির হোসাইন মাহমুদ জানান, করোনাকালে চলমান অভিযানে গোপন সংবাদের ভিত্তিত একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ছৈয়দুুল করিম কক্সবাজার জেল গেটে ফাস্টফুডের দোকান করে। সেখানে ব্যবসার আড়ালে গড়ে তোলে ইয়াবা কারবারিদের সাথে গভীর সখ্যতা। রয়েছে উখিয়া-টেকনাফের মাদক ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক।
এর আগেও মাদকের মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল ছৈয়দুুল করিম। কারামুক্ত হয়ে আবারও শুরু করে মাদক ব্যবসা।