নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান

কক্সবাজারে আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার

fec-image

কক্সবাজার পৌর নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা দলীয় মেয়র পদপ্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী তথা নৌকা প্রতীকের বিরোধীতা করছেন বলে অভিযোগ আনা হয়।

বহিস্কৃতরা হলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদল জলিল, ১২নং ওয়ার্ডের সদস‍্য নুরুল ইসলাম দানু, ১নং ওয়ার্ডের ৮নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১নং ওয়ার্ড ৮ নং ইউনিট সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১নং ওয়ার্ডের ৬ নং ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১নং ওয়ার্ডের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১নং ওয়ার্ডের সহসভাপতি মাহবুবুর রহমান, ১নং ওয়ার্ডের সমাজকল‍্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১নং ওয়ার্ডের নুরুল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।

তিনি বলেন, দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থীর বিরোধীতা করেছেন ১৩ জন। যা দলের শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে। তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে বহিষ্কার করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, কক্সবাজার, বহিস্কার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন