কক্সবাজারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ২৩ ডিসেম্বর

fec-image

৪র্থ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। সোমবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আয়োজনে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। এতে বসবে কোরআন প্রেমীদের মিলনমেলা।

এ উপলক্ষ্যে শনিবার (২১ডিসেম্বর) বিকালে শহরের অভিজাত এক রেস্টুরেন্টে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, চতুর্থ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতিবারের ন্যায় এবারও ক্বেরাত সম্মেলনে কোরআন প্রেমীদের তিলাওয়াতের মুর্ছনায় ভাসাবেন দেশ-বিদেশের খ্যাতনামা ক্বারীগণ।

এসব ক্বারীদের মধ্যে রয়েছেন মিশরের শায়খ ক্বারী সোলাইমান শিহাব, তান্জানিয়ার শায়খ ক্বারী রেজা আইয়ূব, একই দেশের শায়খ ক্বারী ঈদী শা’বান, মিশরের শায়খ ক্বারী মাহমুদ আস্ সৈয়্যদ আব্দুল্লাহ, একই দেশের শায়খ ক্বারী মুহাম্মদ আহমদ আবদুল হাফিজ ও ভারতের শায়খ ক্বারী তৈয়ব জামাল। এছাড়া দেশের আন্তর্জাতিকমানের ক্বারীদের মধ্যে থাকবেন ঢাকার শায়খ ক্বারী নাজমুল হাসান, শায়খ ক্বারী শহিদুল ইসলাম, শায়খ ক্বারী তাওহীদ লাহোরী, শায়খ ক্বারী আমজাদ হোসাইন, হাফেজ জাকারিয়া, চট্টগ্রামের ক্বারী আনোয়ার ও ক্বারী মুফিজ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. তৈয়ব ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সংস্থা কক্সবাজারের সভাপতি এবং তানজীমুল কুররা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী জহিরুল হক সাহেব। আমন্ত্রিতক্বারীরা আগামী ২৪ ডিসেম্বর টেকনাফে ও ২৫ ডিসেম্বর বৃহত্তর ঈদগাঁহতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে যোগ দেয়ারও কথা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সংস্থা কক্সবাজার শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক মুফতী হুমায়ুন কবির খালভী, সহ-সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইফুল্লাহ কাসেমী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুছ ফরাজী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী আবদুর রহমান জিহাদী, সহ-প্রচার সম্পাদক হাফেজ ক্বারী রুস্তম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোহাম্মদ শাকিল, মিডিয়া সমন্বয়ক শামসুল হক শারেক ও সহ-মিডিয়া সমন্বয়ক ইমাম খাইর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন