কক্সবাজারে আরো ৪ জনের করোনা পজিটিভ


কক্সবাজারে আরো ৬ জনের করোনা আজ পজিটিভ এসেছে।
শনিবার (৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের রিপোর্ট পজিটিভ পাওয় গেছে।
রিপোর্ট পজিটিভ আসাদের মধ্যে ৪ জন চকরিয়ার, ১ জন উখিয়া ও ১ জন টেকনাফের বলে জানা গেছে।
এর মধ্যে রিপোর্ট পজিটিভ পাওয়া উখিয়ার ব্যক্তিটি উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ এবং কক্সবাজার এর বাসিন্দা।
বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বডুয়া সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, করোনাভাইরাস, পজিটিভ
Facebook Comment