কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার

কক্সাবাজারে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ বার্মিজ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
রোববার (৮ মে) রাত ২টার দিকে কক্সবাজারস্থ উখিয়ার ২ নং রত্নপালং ইউপির করবুনিয়া নামক স্থান থেকে ওই মাদককারবারীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতে বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ মে) রাত ২টার রেজুপাড়া বিওপির সদস্যগণ বিওপি হতে আনুমানিক ৩ কি.মি. দক্ষিণ-পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার বিপি-৪১ হতে আনুমানিক ৫ কি. মি. দক্ষিণ-পশ্চিম দিকে কক্সবাজারস্থ উখিয়া উপজেলাধীন ২ নং রত্নপাল ইউপির করবুনিয়া নামক স্থানে একব্যক্তিকে সন্দেহভাজন তল্লাশি করে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক নাছির উদ্দিন কক্সবাজার উখিয়ার কড়ইবুনিয়া গ্রামের চেহের আলির ছেলে।
আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ নিয়মিত মামলায় মাধ্যমে উখিয়া থানায় সোপর্দ কর হয়েছে। এই মামলায় আরো ৪ জন আসামি পলাতক রয়েছে।
উল্লেখ্য , কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত জানুয়ারি থেকে অদ্যবধি পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একশত সাত কোটি আঠার লাখ পঁচিশ হাজার ছয়শত টাকা মূ্ল্যের পয়ত্রিশ লাখ বাহাত্তর হাজার সাতশত বায়ান্ন পিস বার্মিজ ইয়াবা এবং সত্তর কোটি দশ লাখ টাকা মূল্যের চৌদ্দ কোজি বিশ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট একশত সাতাত্তর কোটি আটাশ লাখ পঁচিশ হাজার ছয়শত টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৪১ জন আসামি আটক করতে সক্ষম হয়েছে।