কক্সবাজারে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ যুবলীগ নেতা আটক
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার শহরে ১১০ বোতল ফেন্সিডিলসহ জেলা যুবলীগ নেতা অপুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ মে সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের উত্তর তারাবনিয়ারছড়ার কমার্স কলেজ রোডস্থ নিজ বাড়ী থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করে।
কক্সবাজার মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফেন্সিডিল গুলো বাড়ীর সিঁড়ির নিচে গর্ত করে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অপুসহ ফেন্সিডিলগুলো হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে।
কক্সবাজার মডেল থানা অপারেশন অফিসার এসআই সাহেদ উদ্দিন জানান, অপু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কক্সবাজার শহরে তার নেতৃত্বে শক্তিশালী মাদক সিন্ডিকেট রয়েছে। শহরের সমস্ত মাদক ব্যবসা এই সিন্ডিকটির নিয়ন্ত্রণে বলে জানা গেছে।
অপরদিকে এলাকাবাসী জানিয়েছে, মাদক ব্যবসা ছাড়াও অপু একজন চিহ্নিত সন্ত্রাসী। এলাকাবাসী তাকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবেই চেনে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাত্রলীগ ও যুবলীগের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে।