কক্সবাজারে সড়কে বাস উল্টে নিহত ১
চট্টগ্রামের পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৭ জন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে পটিয়ার বাইপাস সড়কে ইন্দ্রপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মৌলভি মো. শামসু (৫৫)। তিনি চট্টগ্রাম নগরী আগ্রাবাদ এলাকার বিপণি বিতান ‘লাকি প্লাজা’র মেহেদি স্টোর নামের একটি দোকানের মালিক। তিনি সাতকানিয়ার বাসিন্দা।
ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের স্টেশন অফিসার সৌরভ বড়ুয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে আসচ্ছিল।
বাইপাসের ইন্দ্রপোল সংলগ্ন এলাকায় একজন পথচারী সড়কে উঠে পড়ে। এসময় ওই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ধান ক্ষেতে উল্টে পড়ে। এতে বাসে থাকা ব্যবসায়ী শামসু ঘটনাস্থলেই মারা যান।
এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।