কক্সবাজার শতাধিক মাঝি-মাল্লাসহ ১৩ ট্রলার নিখোঁজ
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
উত্তাল বঙ্গোসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনো শতাধিক মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে। সাগর থেকে ফিরে আসেনি শতাধিক ট্রলার। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বজ্র মেঘের সৃষ্টি এবং কালবৈশাখী ও ঝড়ো হাওয়ার কারণে সাগর এখনো উত্তাল রয়েছে। কক্সবাজার, চট্রগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে দেয়া ৩ নং স্থানীয় সর্তক সংকেত এখনো বলবৎ রয়েছে। সকাল থেকে কক্সবাজারের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যায়। তবে বিকেল ৪টার পর তা কমে আসে। মঙ্গলবার কক্সবাজারের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ের সময় বজ্রপাতে মারা গিয়েছিল ২ নারীসহ ৫ জন।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানিয়েছেন, কালবৈশাখী ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে শতাধিক মাঝি মাল্লাসহ ১৩ টি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় শতাধিক ট্রলার এখনো সাগর থেকে ফিরে আসেনি। নিখোঁজ মাঝি মাল্লাদের খোঁজে বোট মালিক সমিতির পক্ষ থেকে কয়েকটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে বলেও জানান সমিতির সভাপতি।
পার্বত্যনিউজ/এমএইচপি