করোনায় এক নারীর মৃত্যু, শনাক্ত ১৪০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এ সময় রোগী শনাক্ত হয়েছেন ১৪০ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৫২ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪০ হাজার ৬১০ জন।
সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭২ জন। এখন পর্যন্ত ২০ লাখ ৬ হাজার ৮৭০ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১২টি। অ্যান্টিজেন টেস্টসহ ২ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত একজন নারী। তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। তিনি ঢাকায় অবস্থান করছিলেন।