“কাউকে আটক করা না হলেও ভবিষ্যতে মদ তৈরি ও পাচারকারীদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।”

কাউখালীতে তিন শতাধিক লিটার মদ ও সরাঞ্জাম ধ্বংস

fec-image

 

কাউখালীর ঘাগড়ার মাদকের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তিন শতাতিক লিটার দেশীয় মদ ও সরাঞ্জাম ধ্বংস করেছেন রাঙামাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ।

শনিবার সকাল ১০টায় মাদক তৈরির আখড়া ঘাগড়ায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশের নেতৃত্বে যৌথবাহিনী উপজেলার ঘাগড়া বাজারের পাশে চুয়েমা মারমা, (৪৫),  রিনা মারমা, উমাচিং মারমা (৪২), রতন দেওয়ান ( ৩০), ত্রিলাল বড়ুয়ার ( ৫০) এর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫০ লিটার দেশীয় মদ ও মদ তৈরির সরাঞ্জামদি জব্দ করেন।

পরে স্থানীয় জনসাধারণের সম্মুখে জব্দকৃত দেশীয় চোলাই মদ ও সরাঞ্জমাদি ধ্বংস করা হয়। এতে কাউকে আটক করা না হলেও ভবিষ্যতে মদ তৈরি ও পাচারকারীদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালীতে, ধ্বংস, মদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন