প্রাণে রক্ষা পেল পরিবার সবাই

কাপ্তাইয়ের চিৎমরম বন্যহাতি ঘরে প্রবেশ করে তছনছ করেছে

fec-image

বন্যহাতি ঘরে প্রবেশ করে সকল আসবাবপত্র ভেঙে সামনের দিকে হাতিটি বাহির হয়ে যায় এবং ঘরে থাকা প্রাণে রক্ষা পেল ঘাট মাঝি আবু তাহেরের পরিবার। ঘটনাটি ঘটেছে রাঙামাটি কাপ্তাইয়ের ৩নং চিৎমরম ইউনিয়ন ৫নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকায়।

রোববার (২৪মে) রাত ৮টা বাজে একটি বন্যহাতি ঘরের পিছন দিক থেকে প্রবেশ করে ঘর ও ঘরের সকল আসবাবপত্র ভেঙে সামনের দিকে হাতিটি বাহির হয়ে যায়। এসময় ঘরে থাকা পরিবার পরিজন দ্রুত বাহির হয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেয়।একটুর জন্য পরিবারের সকলে প্রাণে রক্ষা পায়।

ঘরের মালিক ঘাট মাঝি আবু তাহের জানান, হঠাৎ করে হাতি ঘরের পিছন থেকে ডুকে সব ভেঙে সামনের দিকে বাহির হয়ে যায়। এসময় পরিবার পরিজন দৌড়ে গিয়ে প্রাণে রক্ষা পায়।তাছাড়া আমার ঘর এবং আসবাবপত্র সব ভেঙে তছনছ করে দিয়ে যায়। আমি এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।

চিৎমরম ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, হাতির আক্রমণ হতে পরিবারের সকলে প্রাণে রক্ষা পেয়েছে। অসহায় গরীব ঘাট মাঝির ঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে।

ক্ষতির পরিমাণ প্রায় দু’লাখ টাকা। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

এ বিষয়ে রাঙামাটি দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী সদর সহকারী বন সংরক্ষক আবু কাউসার (রেঞ্জ ট্রেনিং) জানান, আমরা রাতে খবর পেয়েছি। আমার বিট অফিসার যাবে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নিবে। এলাকাবাসী জানান,প্রতিনিয়ত বন্যহাতি এসে আমাদের প্রায় ক্ষতি করছে। আমরা সব সময় হাতিয়ার আক্রমণের আতংকে থাকি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বন্যহাতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন