কাপ্তাইয়ে উদ্ধারের ২ ঘণ্টার মধ্যে মারা গেলো সাম্বার হরিণ


রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির সাম্বার হরিণটি দুই ঘণ্টার মধ্যে মারা গেছে। শুক্রবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হরিণটি।
বন বিভাগ জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে আহত অবস্থায় একটি সাম্বার হরিণ উদ্ধার করে বন বিভাগ। এরপর আহত হরিণটিকে বন বিভাগ কাপ্তাই রেঞ্জে এনে পশু চিকিৎক দিয়ে চিকিৎসা করেনো হয়। চিকিৎসার দুই ঘণ্টার মধ্যে আহত হরিণটি মারা যায়।
বন বিভাগের কর্তৃপক্ষ ধারণা, বন্য কুকুরের তাড়া খেয়ে হরিণটি বাঁচার জন্য পাহাড়ের চূড়া থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। এ সময় হরিণটির পায়ে মারাত্বক আঘাত লাগে।
কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাউসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হরিণটি পায়ে আঘাত পেলেও মূলত স্ট্রোক করে মারা যেতে পারে।
এ বন কর্মকর্তা আরও বলেন, এ ধরনের হরিণগুলো বিরল প্রজাতির হয়ে থাকে। যার ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট পর্যন্ত হয়।