কাপ্তাইয়ে তিন ভাই-বোন জন্মঅন্ধ, বৃদ্ধা মা বিছানায় শয্যাশায়ী

আমরা অন্ধ কপাল মন্দ সবার কাছে সাহায্য চাই। এ দুনিয়ায় আমাদের মত আর তো কেউই নাই। উপরের কথাগুলো বলছিলেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ডে বসবাসরত জন্ম অন্ধ একই পরিবারের তিন ভাই বোন।

হোসনেয়ার বেগম (৪২), জহির উদ্দিন কালু (৪০) ও হাফেজ মো.ইসমাইল (৩৬)। তিন ভাই, বোন বয়সের কোটায় পা দিলেও দুঃখ, কষ্ট ,অভাব, অনটন, শারীরিক অসুস্থ তাদের পিছু ছাড়ছেনা। এর মধ্যে ৭০ বছর বৃদ্ধা মা আমেনা বেগম ব্রেইন স্ট্রোক করে দুই বছর যাবত প্যারালাইসিস হয়ে বিছানায় শয্যাশায়ী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বাবা আসাদ উল্লাহ কর্ণফুলী পেপার মিলস্ কেপিএম এ কর্মরত থাকায় ২০০১ সালে মৃত্যুবরণ করে। ফলে ৭ভাই-বোনের সংসারে নেমে আসে কালো মেঘের ঘনঘাটা।

কেপিএম অস্থায়ী কর্মরত এক ভাই রাসেল এর উপর চলে গোটা সংসার। রাসেলের সামান্য বেতন দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। রাসেল জানান, সামান্য বেতন দিয়ে অসুস্থ মার চিকিৎসা করবো না নিজে বিবাহ করেছি সেই সংসার চালাবো, জন্ম অন্ধ ৩ ভাই-বোনকে চালাবো। একপর্যায়ে দিশেহারা অসহায় পরিবারটি।

জন্মঅন্ধ হোসনে আরা বেগম এ প্রতিবেদককে জানান, ‘‘আমরা এখন অসহায় হয়ে পড়েছি কোথাও যাওয়ার ও কোন কিছু করার মত জায়গাও নেই। কিছু করে যে খাব তাও তো পাড়ছিনা কারন, আমরা জন্ম অন্ধ বলে। তাই সমাজের সকলের নিকট আর্থিক সাহায্য চাই।’’

রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ ও মানবিক সম্পা আহমেদ জানান, ‘‘এরা একই পরিবারের ৩ ভাই-বোন জন্মঅন্ধ একটি অসহায় পরিবার। এদের কে সমাজের বোঝা না ভেবে সকলেমিলে আর্থিক সহযোগিতা করা প্রয়োজন।

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, ‘‘আমরা যখন যা পাড়ছি তাদের ইউনিয়ন পরিষদ হতে সহযোগিতা করছি।

কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, ‘‘তার দপ্তর হতে সরকারি ভাবে মাসিক ৮৫০টাকা করে শারীরিক প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে। এছাড়া তো আমাদের আর কিছু করার নেই। কোন সহৃদয় ব্যক্তি চাইলে যোগাযোগ নগদ ০১৮৮৪১৯৭২৫৬ পাঠাতে পাড়েন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন