কাপ্তাইয়ের প্রতিটি ঘরে ঘরে কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হবে
কাপ্তাই দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারি বিতরণ করছেন ডাক্তার, সাংবাদিক ও ব্র্যাকের নেতৃবৃন্দ।
কাপ্তাই উপজেলার প্রতিটি ঘরে ঘরে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী(এনএনআইএন), মশারি দেওয়া হবে। এ উপজেলাকে মশামুক্ত এলাকায় পরিনত করা হবে।
জাতীয় ম্যালেরিয়া নিমূল কর্মসূচীর আওতায় উপজেলা ব্র্যাকের সহযোগিতায় বৃহস্পতিবার(১২ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ উদ্বোধন কালে উপজেলা স্বাস্থ্য পপ কর্মকতা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন।
এদিকে রাঙ্গামাটি জেলা ব্র্যাক কর্মকর্তা সাইফুদ্দিন বলেন, রাঙ্গামাটি জেলার প্রতিটি উপজেলায় বাংলাদেশ সরকারের ম্যালেরিয়া নিমূল কর্মসূচীর আওতায় ব্র্যাকের সহযোগিতায় প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় (মেয়াদ উত্তীর্ণের স্বাপেক্ষে) কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা ব্র্যাক কর্মকর্তা সঞ্চয় চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।