কাপ্তাইয়ে ইসলামী তাকাফুল বীমার চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ
ইসলামী বীমা (তাকাফুল) প্রকল্প পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ কাপ্তাই শাখার চেক বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠান।
সোমবার(২৭ জানুয়ারি) অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে নতুন বাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ ইসলামী বীমা তাকাফুলের প্রকল্প পরিচালক মোঃ ফরিদ উদ্দিন নিজামী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টগ্রাম তাকাফুল বীমার অতিরিক্ত প্রকল্প পরিচালক ইনচার্জ মোঃ বেলাল উদ্দিন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও মোঃ কবির হোসেন, জেলা সম্মনয়কারী জহিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন ও অফিস কর্মকর্তা মোঃ আবু ইউসুফসহ প্রমুখ।
পরে মেয়াদ উত্তোর্ণীদের মধ্যে চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন বীমা একটি নির্ভর যোগ্য প্রতিষ্ঠানের নাম। সকল গ্রাহক একটি বীমা করুন এবং আপনার সন্তানের জন্য সঞ্চয় করুন।