কাপ্তাইয়ে কিস্তির সুদকে কেন্দ্র করে স্ত্রীর আত্মহত্যা!
গ্রামীন ব্যাংক ও ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’র কিস্তির সুদের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর ভোর রাতে বাড়ির সিলিংয়ের সঙ্গে দঁড়িতে ঝুঁলে বিবি রহিমা (৪৫) নামে এক গৃহিনী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাট ঘটেছে রাঙামাটির কাপ্তাইয়ের ‘বাঁশ কেন্দ্র এলাকায়।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র এলাকায় শুক্রবার রাতে স্থানীয় মো. জয়নাল আবেদনীরে সঙ্গে বিভিন্ন সংস্থায় বকেয়া কিস্তির সুদের টাকা নিয়ে ঝগড়া করে তার স্ত্রী বিবি রহিমা। পরর্বতীতে রাত ৪টার সময় সে আত্মহত্যা করে।
বিবি রহিমার স্বামী মো. জয়নাল আবেদনীনও এই প্রতিনিধিকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিস্তির সুদের বিষয়ের কথা কাটাকাটি হয়েছে। আমাদের গ্রামীন ব্যাংক ও আশা’র কিস্তি ছিল।