কাপ্তাইয়ে জুমার নামাজ শেষে মাদক বিরোধী লিফলেট বিতরণ

fec-image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলায় মাদক বিরোধী ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষে কাপ্তাই উপজেলার প্রতিটি মসজিদে শুক্রবার (৩ জানুয়ারি) , মাদক বিরোধী বয়ান, আলোচনা সভা ও নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ মাদক বিরোধী সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বড়ইছড়ি সদড় মসজিদে জুমার নামাজ শেষে নিজ হাতে বিপুল সংখ্যক কিশোর, যুবক ও বয়স্ক মুসল্লিদের মাঝে মাদক বিরোধী সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা তথ্য অফিসার মো. হারুন, উপজেলা অফিস সুপার সিরাজুল ইসলাম, কাপ্তাই থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই বিএফআইডি মসজিদ এলাকা ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিমসহ উপজেলার বিভিন্ন স্থানে জুমার নামাজ শেষে এ লিফলেট বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন