কাপ্তাইয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ২


কাপ্তাই থানা ও পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে চোলাই মদসহ আটক করেছে।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী নতুন বাজার কেপিএম টিলা হতে মৃত তমিজ উদ্দিনের পুত্র সালাউদ্দিন (৪০) কে আটক করেন। আটক ব্যাক্তি বন মামলার ৭২/১৩ এর এক বছর সাজাপ্তাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে বিশ হাজার টাকা জরিমানা মামলা রয়েছে।
একই দিন রাতে চিৎমরম ব্যাঙছড়ি এলাকা হতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী ব্যাঙছড়ি মারমা পাড়ার চিংথাই মারমার ছেলে অংথুই মারমাকে (৪০) ব্যাগ ভর্তি ৬লিটার চোলাই মদসহ আটক করে ।
শনিবার (৩১ আগষ্ঠ) আটককৃতদের বিরুদ্বে পৃথক মামলা দায়ের করে রাঙ্গামাটি আদালতে চালান করা হয় বলে থানা সুত্রে জানা যায়।