মহেশখালীতে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ভিত্তি প্রস্তর স্থাপন ও সভা অনুষ্ঠিত

fec-image

ক্রাইমজোন হিসাবে খ্যাত মহেশখালীর কালারমার ছড়ায় অপরাধ দমন ও জনগণের জান-মাল রক্ষাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি কালারমার ছড়ায় পুলিশ ফাঁড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এর পরই “আপনার পুলিশ,আপনার পাশে”স্লোগানে” কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের হল রুমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, কালারমারছড়ায় দীর্ঘ দিনের দাবি পুলিশ ফাঁড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পুলিশ আপনাদের সেবা দিতে দিন রাত কাজ করছে। পুলিশকে সহযোগিতা করুন মাদক সন্ত্রাস নির্মূলে কাজ করছে পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু তাহের ফারুকী, মহেশখালী থানার ওসি প্রর্ণব চৌধুরী, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফসহ এলাকার একাধিক গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন