কাপ্তাইয়ে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৪৮ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (৭ সেপ্টেম্বর) হতে উপজেলা সদর শেখ রাসেল স্টেডিয়াম এ শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পর্যায়ে এই টূর্নামেন্ট এর উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কর্ণফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন।
এ সময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ছেলেদের ৪ টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ ট্রাইবেকারে ৪-২ গোলে কেআরসি উচ্চ বিদ্যালয়কে, ২য় খেলায় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে, ৩য় খেলায় তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা ১-০ গোলে সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুলকে এবং দিনের সর্বশেষ খেলায় চিৎমরম উচ্চ বিদ্যালয় ১-০ গোলে কেপিএম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়।