কাপ্তাইয়ে ৪ জন করোনায় আক্রান্ত
ফের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে কাপ্তাইয়ে। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, শনিবার (৮ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য বিভাগের এন্টিজেন টেস্টে ৪ জনের করোনা শনাক্ত করা হয়। তাঁরা সকলেই চন্দ্রঘোনা মিশন এলাকায় বসবাস করে।
বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজের একজন শিক্ষক করোনা পজেটিভ আসে।( শনিবার) আরও ৪ জনের করোনা পজেটিভ আসে বলে কাপ্তাই ফোকাল পারস নিশ্চত করে।
শনাক্ত বেড়ে যাওয়ায় কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ জানান।
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, করোনায়, কাপ্তাইয়ে
Facebook Comment