কাপ্তাই পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

fec-image

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দিন সোমবার ( ৩ নভেম্বর)  সকাল  ১১ টায় কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরে  বিভাগীয় কমিশনার ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করে। এসময় হেডম্যান, কারবারি ফুল দিয়ে  বিভাগীয় কমিশনারকে স্বাগত  জানান। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, সরকারের রাজস্ব আদায়ে হেডম্যান, কারবারিরা পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই তুলনায় তাদের সম্মানি ভাতা খুবি কম। কি ভাবে হেডম্যান,কারবারিদের সম্মানি বৃদ্ধি করা যায় সরকার সে বিষয়ে বিবেচনা করছে বলে জানান।

এর আগে বিভাগীয় কমিশনার শিলছড়ি ৩৫আনসার ব্যাটালিয়ন মৌলিক প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর পূর্বে  নির্বাহী কর্মকর্তার দপ্তর, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শনকালে রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক ড: মো: সাইফুর রহমান, রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বিভাগীয় কমিশনার, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন