কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মুজিবর্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

fec-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২০ উদ্বোধন করা হয়।

রোববার (১ মার্চ) সকাল ৯টায় ইনস্টিটিউট মাঠে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় সংগীত ও ১মিনিট নিরবতা পালন শেষে অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বলেন,শান্তি শৃঙ্খলভাবে খেলতে হবে এটি একটি ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে তোমরা একদিন জাতীয় পর্যায়ে খেলতে পাড়বে।

অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক অটোমোইল বিভাগীয় প্রধান মোহাম্মাদ সেলিম আফরাদ জোয়ারদার।

এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর, ও জুনিয়র ইনস্ট্রক্টর ও শিক্ষার্থীরাগন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বঙ্গবন্ধু, মুজিববর্ষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন