কুতুবদিয়ায় আগুনে পুড়ল ইউপি সদস্যের বাড়ি


কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ইউপি সদস্যের বাড়ি।
মঙ্গলবার (৪ জুন) সকাল ১১টার দিকে বড়ঘোপ মাতবর পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অন্তত অর্ধ লাখ টাকার সম্পদ।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমদ জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বড়ঘোপ মাতবর পাড়ায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব আলমের বাড়িতে আগুন লাগে। এসময় ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চাওয়া হয়। দ্রুত ফায়ার সার্ভিসের টিম ওই বাড়িতে পৌছে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসীর সহায়তায় ঘণ্টাখানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে অন্তত ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, কুতুবদিয়া
Facebook Comment