কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযানে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, একটি জিআর (১২৪/২১) মামলার পলাতক আসামি বিপ্লব কান্তি শীল ও তার ভাই বিপন কান্তি শীলকে পুলিশ বিশেষ অভিযানে রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে আটক করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, "গ্রেফতার দুই সহোদর কুতুবদিয়ার চৌধুরী পাড়ার মৃত সাধন কান্তি শীলের পুত্র। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া চলছে।"