কুতুবদিয়ায় প্রতীক পেয়েই ভোটের মাঠে ৮ প্রার্থী


কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়েই মাঠে নেমেছে প্রার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয় বলে কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়। প্রথম ধাপের নির্বাচনে কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
সবার মনোনয়ন বৈধ এবং কেউ প্রত্যাহার না করায় ভোটের মাঠে ৮ প্রার্থী তাদের প্রচারণা শুরু করেছেন মঙ্গলবার থেকেই।
চেয়ারম্যান পদে ৩ জন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরি( মোটর সাইকেল) , সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হানিফ বিন কাশেম (ঘোড়া) ও আছহাব উদ্দিন(আনারস), ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন দ্বীপাঞ্চল পত্রিকা সম্পাদক আকবর খাঁন ( উড়োজাহাজ),উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হক (চশমা) ও আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার ( বই) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন বর্তমান ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার বিউটি (কলসী) ও সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছৈয়দা মেহেরুন্নেছা (ফুটবল) প্রতীক পেয়েছেন।