কুতুবদিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


কুতুবদিয়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহি অফিসার ক্যথোয়াইপ্রু মারমার নেতৃত্বে প্রশাসন, ওসি আরমান হোসেনের নেতৃত্বে কুতুবদিয়া থানা, উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ ছালাম কুতুবীর নেতৃত্বে বিএনপিসহ জাতীয় নাগরিক পার্টি ও বিভিন্ন সংগঠন,সরকারি দপ্তর পূষ্পমাল্য অর্পন করেন।
সকাল ৯টা দিকে বড়ঘোপ ফাজিল মাদরাসা মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,ডিসপ্লে, পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহি অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা,মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সহকারি কমিশনার (ভ’মি) সাদাত হোসেন, ওসি আরমান হোসেনসহ বক্তব্য রাখেন।
বিকালে ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক এমপি এটিএম নুরুল বশর চৌধুরী বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামি বিকাল ৩টার দিকে কলেজ গেইটে আলোচনা সভা করে। এতে উপজেলা আমীর আসম শাহরিয়ার চৌধুরীসহ নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সন্ধ্যায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির উত্তরজোন উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।