কুতুবদিয়া ধুরুংবাজারে তারেক হত্যার প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট


কক্সবাজারের কুতুবদিয়ার ধুরুংবাজারে ব্যবসায়ী তারেক হত্যার প্রতিবাদে অর্ধ দিবস ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা।
সোমবার (১০ জুন) সকাল থেকে বাজারে সাত শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে।
এসময় বাজারের তিন প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ঔষদের দোকান ছাড়া সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারে এলপি গ্যাস ব্যবসায়ী মো. তারেককে পরিকল্পিতভাবে দুষ্কৃতিরা হত্যা করার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে তারা দোকান-পাট সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, পথসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার জানান, ব্যবসায়ী তারেক হত্যা কাণ্ডের প্রতিবাদে সোমবার অর্ধ দিবস ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তারা তারেক হত্যাকাণ্ডে জড়িত চিহিৃত কিশোর গ্যাং প্রধানসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান পুলিশ প্রশাসনের প্রতি।