কুতুবদিয়ায় দগ্ধ ৬ জনের অবস্থা আশংকাজনক

fec-image

কুতুবদিয়া উপকূলে নোঙর করা একটি ফিশিংবোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের অবস্থা আশংকাজনক।

শনিবার রাতে দগ্ধ ৮জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রথমে তাদেরকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। আহতদের অবস্থা গুরুতর বিবেচনায় আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান সবাইকে রেফার করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতাল থেকে ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, কুতুবদিয়া দক্ষিণ ধুরুং বাতিঘর পাড়া সমূদ্র উপকূলে নোঙর করা ফিশিংবোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক ।

হাসপাতালে ভর্তি সাইফুল (২২) ৮১%, ফরিদুল (৪৩) ৬৪%, নুরুল হোছাইন (৩৫) ৫৫ %, মিনহাজ (১৪) ৪৮%, দিলসাদ (২০) ৪৭%, জিসাদ (১৭) ৪৭ %, সাদ্দাম (২৫) ১১ % ও মামুন (২৪) এর ১৪ ভাগ শরীর ঝলসে যায়।

প্রথম ৬ জনের অবস্থা ঝুঁকিপূর্ণ এখনো। আহতদের সাথে সার্বক্ষণিক দায়িত্বে থাকা দক্ষিণ ধুরুং ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন জানান, ফিশিংবোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসা চলছে হাসপতালে। তবে কয়েকজনের শরীর বেশি ঝলসে যাওয়ায় ঝুঁকিমুক্ত নন তারা।

দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধদের চিকিৎসার খোঁজ নিচ্ছেন প্রতিনিয়ত। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ মারা যাননি বলেও জানান তিনি।

শনিবার রাত ১০ টার দিকে দক্ষিণ ধুরুং কালাচান পাড়ার আনছার মিস্ত্রির মালিকানাধীন ফিশিংবোট সাগর থেকে মাছ আহরণ করে উপকূলে নোঙর করে। এসময় হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত১২ মাঝি মাল্লা দগ্ধ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন