কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুতুবদিয়ায় পানিতে ডুবে রামিম নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) উপজেলার উত্তর কৈয়ারবিল গ্রামে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওই গ্রামের ছলিমের পুত্র রামিম হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরে তলীয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে পুকুরে ভাসমান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন শিশুটিকে মৃত বলে জানান।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়ায়, ডুবে, পানিতে
Facebook Comment