কুতুবদিয়ায় ৪৪ মন্ডপে দুর্গাপূজা

fec-image

কুতুবদিয়ায় আগামী সোমবার ষষ্ঠী পূজার মাধ্যমে ৪৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি মন্ডপে প্রতীমা ও ৩২টি মন্ডপে ঘটপূজার আয়োজনে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে।

উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে প্রতীমা পূজা মন্ডপ হচ্ছে কুতুবদিয়া কেন্দ্রীয় কালী মন্দির, মধ্যম বড়ঘোপ কৈবর্ত্যপাড়া বানেশ্বর কালী মন্দির, পূর্ব বড়ঘোপ কৈর্বত্যপাড়া সর্বমঙ্গলা কালী মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণ ধুরুং নাথ পাড়ায় বিমল নারেথর দুর্গা মন্দির, ভবানী মহাজনের দুর্গা মন্দির, লেমশীখালী সর্বমঙ্গলা দুর্গা মন্দির, আলী আকবর ডেইল জেলে পাড়া রাধাকৃষ নন্দধাম মন্দির, বড়ঘোপ মগডেইল রাধাগোবিন্দ দুর্গা মন্দির, উত্তর ধুরুং প্রদীপ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বড়ঘোপ মিয়ারঘোনা মায়ের বাড়ি কালী মন্দির, পূর্ব বড়ঘোপ কৈবর্ত্যপাড়া মায়ের বাড়ি দুর্গা মন্দির।

এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে ৩২টি মন্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার দশমী পূজার মাধ্যমে দুর্গোৎসব শেষ হবে।উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বলেন, প্রতিবছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ সৌহার্দপূর্ণ পরিবেশে তারা দুর্গাপূজা পালনের আশা করছেন। নিরাপত্তার বিষয়ে প্রশাসন সহ জনপ্রতিনিধি,প্রতিবেশির সব ধরণের সহযোগীতার পূর্ণ বিশ্বাস তাদের রয়েছে।

থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ৬টি মোবাইল টিমসহ সাদা পোশাকে পুলিশ এবং প্রতিটি পূজা মন্ডপে আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় সংশ্লিষ্ট সার্বজনীন শান্তি শৃঙ্খলা কমিটির সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন