কুতুবদিয়ায় নৌকার প্রচারণায় আশেকের সহধর্মিণী শাহেদা নাসরিন
কক্সবাজার-২ কুতুবদিয়া-মহেশখালী আসনের নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক এমপি’র পত্নী শাহেদা নাসরিনও নির্বাচনি মাঠে । নারী ভোটারদের কাছে নিতে গত দুদিন ধরে তিনি কুতুবদিয়ায় বেশ কয়েকটি নির্বাচনি প্রচারণা সভায় যোগ দেন।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে কৈয়ারবিল সেন্টার নামকস্থানে কুতুবদিয়া নারী জাগরণ সমিতির আয়োজনে নৌকার সমর্থনে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বাক্তব্য রাখেন এমপি সহধর্মিণী শাহেদা নাসরিন।
জেলা আওয়ামীলীগের সভাপতি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সহধর্মীনি তছলিমা চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া মহিলা আ’লীগের সভানেত্রী সৈয়দা মেহেরুন্নেছা, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী বেবি আক্তার প্রমুখ।
পথ সভাটি সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন নারী জাগরণ সমতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুন নাহার সোলতানা। এ সময় নৌকার পক্ষে প্রচারণায় উপজেলার ৬ ইউনিয়ন থেকে ৬০০ নারী সদস্য অংশ নেয়।