খাগড়াছড়িতে উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতীর পূজা

নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে দেবী সরস্বতীর পূজা। এ উপলক্ষে জেলার স্কুল ও কলেজসহ বিভিন্ন মণ্ডপে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সোমবার সকালে হতে ভক্তরা ভিড় করেন মায়ের অঞ্জলি নিতে। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজামণ্ডপগুলো।সরস্বতী পূজা উপলক্ষ্যে খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা করা হয়েছে।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন