খাগড়াছড়িতে এক টাকার বাজার: ৬ শতাধিক পরিবারে নিত্যপণ্য বিতরণ

fec-image

খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক টাকার বাজারে ৬ শতাধিক হতদরিদ্র পরিবার পেয়েছে চাউল, ডাল, পেঁয়াজ ও তেলসহ ৮ ধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্য।

শনিবার (২৫ জানুয়ারি) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ব্যতিক্রমী বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

সব পণ্যের মূল্য মাত্র এক টাকা হওয়ায় উর্ধ্বগতির বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পেরে হতদরিদ্র পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, “এক টাকার বাজারের মূল উদ্দেশ্য হলো স্বল্প আয়ের মানুষদের নামমাত্র মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা। এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করবে। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বিধানের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে নিরাপত্তা বাহিনী সবসময় সচেষ্ট। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে আমরা একটি সুন্দর খাগড়াছড়ি গড়ে তুলতে সক্ষম হব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী মিসেস ফারজানা আক্তার চৌধুরী, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত আলম, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, রিজিয়নের ভারপ্রাপ্ত জিটুআই ক্যাপ্টেন মাজহারুল ইসলাম, খাগড়াছড়ি ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব আজমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা স্বল্প আয়ের মানুষের জন্য এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন