খাগড়াছড়িতে গণমাধ্যামকর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়


গণমাধ্যামকর্মীদের সাথে জেলার আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের মতবিনিময় সভা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ অফিসার্স মেসের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়েছে।
সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় খাগড়াছড়ির শেখ বিল্লাল হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, সম্পাদক নিপু আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও নয় উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমসাময়িক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, জেলার আইন-শৃঙ্খলা উন্নয়ন, সাধারন মানুষ ও পর্যটক’রা নির্ভয়ে করতে পারে তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি।